জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন এইট

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

কাজী জাহাঙ্গীর
  • ১২
  • ৪১
সারাক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে চোখ গুলো তাকিয়ে থাকে ঐ দিকে
মুঠো ফোনের পর্দায় ভেসে থাকা অর্কিড পুস্প-পুটযেন তোমার অধর যুগল।
বাঁকা চাহনিতে চেয়ে থাকা-
গোলাপ কুঁড়ির সদ্য ফোটা পাপড়ি যুগলযেন ঐ আঁখি পল্লব
এতো দেখি, তবুও কেন সদা তৃষিত নয়ন?
আবেগ গুলো হৃদয়ের খাঁজ ভেঙ্গে আছড়ে পড়ে সমুদ্রতটের মাতাল তরঙ্গ হয়ে,
অনুভূতি গুলো পিল পিল করে সারাক্ষণ অক্টোপাসের মত আপাদ মস্তক ,
সুযোগ পেলেই যেন গিল বেয়ে আঁকড়ে উঠবে লাউয়ের মাচাঙ।
প্রতিদিনের কথোপকথন হ্যামিলনের সুরের মতন
স্মরন করিয়েদেয় চৌম্বকীয় বিপরীত মেরু তা তোমার আমার।
একটা অশিক্ষিত গোঁয়ার আমি,
মন জিজ্ঞাসে আপনাকে শুধু ‘চিঠি কাহাকে বলে,হাঁটে গেছে হস্ত রেখাবিদ’?
অথবা চিৎকারকরে বলে ‘চিনি না পোস্টঅফিস’।
যে অঙ্গুরীয়মালায় ভর করেকলম-কালি, কাগজের সাদা মাঠে ফলাত কথা মালার বেদানা
তারা এখন শুধু ডিজিট চাপে জিরো-ওয়ান-ফোর-ফাইভ-সেভেন-এইট।
তার পর,
তার পর প্রশান্তির সুবাতাস,
তাপ দাহে উত্তাল মরু মাঝে আল্পস্ পর্বতের একঝটকা
আষাঢ়ে তুষার যেন তোমার ‘হ্যালো কেমন আছো’ ।
ওফ্‌, আশায় আশায় যখন শর্ষে চোখে
ক্ষেতের আ’লেএক পায়ে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া আমি,
স্কাইপি’র আগমনী সুর যেন ব্যবিলনের উদ্যান থেকে উড়ে আসা
স্বর্গপরী তুমি আমাকে করো উদ্ধার ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী অন্যের গল্প কবিতা গুলো একটু পড়তে চেষ্টা করুন। ভালো লাগার উপরে ভিত্তি করে তাকে মন্তব্য করুন এবং ভোট দিন। দেখবেন নিজের লেখার মান বাড়বে এবং এক সময় তরুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারবেন। শুভকামনা রইলো।
আল মামুন খান 'আবেগ গুলো হৃদয়ের খাঁজ ভেঙ্গে আছড়ে পড়ে সমুদ্রতটের মাতাল তরঙ্গ হয়ে, অনুভূতি গুলো পিল পিল করে সারাক্ষণ অক্টোপাসের মত আপাদ মস্তক , সুযোগ পেলেই যেন গিল বেয়ে আঁকড়ে উঠবে লাউয়ের মাচাঙ। প্রতিদিনের কথোপকথন হ্যামিলনের সুরের মতন স্মরন করিয়েদেয় চৌম্বকীয় বিপরীত মেরু তা তোমার আমার।'- অসাধারণ লাগলো আমার। শুভেচ্ছা প্রিয় ভাই।
আহমাদ সা-জিদ (উদাসকবি) chomotkar.
এলেন তবে এ ভগ্ন দুয়ারে এত কাল পরে,ধন্যবাদ উদাস কবি
সামিয়া ইতি টেকনোলজি আর প্রকৃতির মিশেলে অনবদ্য প্রকাশ।
এত দেরিতে এলেন তবুও ধন্যবাদ,শুভেচ্ছা।
জসীম উদ্দীন মুহম্মদ অথবা চিৎকারকরে বলে ‘চিনি না পোস্টঅফিস’। যে অঙ্গুরীয়মালায় ভর করেকলম-কালি, কাগজের সাদা মাঠে ফলাত কথা মালার বেদানা তারা এখন শুধু ডিজিট চাপে জিরো-ওয়ান-ফোর-ফাইভ-সেভেন-এইট।--- অনুপম প্রকাশ কবি।।
দেরীতে হলেও আমার বাড়িতে এসেছেন সে জন্য অনেক ধন্যবাদ জসিম ভাই।
কেতকী আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি। ভোট রইলো কবিতায়। কয়েকটা শব্দ জড়িয়ে গেছে। ঠিক করিয়ে নিতে পারেন।
অনেক কৃতজ্ঞতা,শব্দ জড়িয়ে যাওয়া নিয়ে খুব সমস্যায় আছি, অনেক কষ্টে বিজয় বায়ান্ন ইন্সটল করেছি, আশা করছি সামনের সংখ্যা থেকে উৎরে যেতে পারব, ভালো থাকবেন।
সামিয়া ইতি বেশ সুন্দর
অনেক ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।
দ্বিপদী ঊর্ণনাভ কবিতাটি মাথার উপর দিয়ে গেল। ভাল লিখেছেন। ভোট রইল।

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪